কালের সাক্ষী বহনকারী ডলু নদীর তীরে গড়ে উঠা সাতকানিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো সাতকানিয়া ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ সাতকানিয়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল
ক) নাম – ১৬নং সাতকানিয়া ইউনিয়ন পরিষদ
খ) আয়তন – ১৪.৭৭৫ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২৩৬৫০ জন (প্রায়) (পুরুষ ১০৯০০জন, মহিলা ১২৭৫০জন)
ঘ) গ্রামের সংখ্যা – ০৭ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৬ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৮০%।
* সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,
* বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
* উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,
* মাদ্রাসা- ৪টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আলহাজ্ব মাহমুদুল হক
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ –
২) প্রথম সভার তারিখ –
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –
ঢ) গ্রাম সমূহের নাম –
দক্ষিণ রুপকানিয়া বারদোনা ছোট বারদোনা চিব্বাড়ী
হোছন নগর গরিবারঝিল করইয়া নগর
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস